Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: আসিফ নজরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১২:০৪ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ১২:০৬

রাজশাহীতে আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

ঢাকা: আইন, বিচার, সংসদবিষয়ক ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল বলেছেন, নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়েই হবে।

রোববার (৯ নভেম্বর) সকালে রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা জানান। এ সময় লিগ্যাল এইড অফিস ও কোর্ট ঘুরে দেখেন উপদেষ্টা আসিফ নজরুল।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সরকার বদ্ধ পরিকর। আমরা কাজ করে যাচ্ছি, যাতে গ্রহণযোগ্য নির্বাচন হয়। রাজনৈতিক ব্যক্তি বা দল চাপ সৃষ্টি করতে নানা রকম বক্তব্য দিচ্ছে। আমরা সেগুলো গ্রহণ করে নির্বাচন করতে কাজ করে যাচ্ছি।

বিজ্ঞাপন

এর আগে, শনিবার (৮ নভেম্বর) সকালে রাজশাহী আসেন আইন উপদেষ্টা। তিনি রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারসহ প্রশিক্ষণ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর