বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের ডামাডোল বেজে উঠেছে। পাঁচটি দল নিশ্চিত হয়েছে আগামী বিপিএলের জন্য। দলগুলো মাঠে নেমে পরেছে দলের শক্তি বাড়াতে। সিলেট টাইটান্সের তোড়জোড় একটু বেশিই চোখে পড়ছে! কয়েকজন ক্রিকেটারকের ইতোমধ্যেই সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে দলটি। এবার জানা গেল হেড কোচও চূড়ান্ত করেছে সিলেট।
দেশের পরিচিত কোচ সোহেল ইসলামকে হেড কোচ হিসেবে চূড়ান্ত করেছে সিলেট টাইটান্স। আর দলটির পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দ রাসেল।
সিলেট টাইটান্সের বিশ্বস্ত একটি সূত্র নিশ্চিত করেছে খবরটি। দলের অধিনায়ক হিসেবে মেহেদি হাসান মিরাজকে চূড়ান্ত করে রাখা হয়েছে বলেও জানিয়েছে সূত্রটি।
উল্লেখ্য, আগেই সরাকরি চুক্তিতে মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদকে দলে ভিড়িয়েছে সিলেট।
এবারের বিপিএলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা ১৯ নভেম্বর। বিপিএল অনুষ্ঠিত হবে আগের মতো তিন ভেন্যুতেই- ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।
তবে বিপিএলে দল কমেছে। এবার হবে পাঁচ দলের বিপিএল। দলগুলো হলো- রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স ও চিটাগং রয়েলস।