ঢাকা: আগামী ১৩ নভেম্বর থেকে শুরু হতে হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ।
রোববার (৯ নভেম্বর) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
কমিশনের সিনিয়র সচিব দুপুরে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানা গেছে।
এ বিষয়ে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য কর্মকর্তা মো. রুহুল জামিন মল্লিক সারাবাংলাকে জানান, এখনো সংলাপে কোনো দলকে আগে ডাকা হবে সে বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে প্রাথমিকভাবে এবার শুরুতে সমমনা দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হতে পারে বলে জানান তিনি।