Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০০০তম ম্যাচ—ইতিহাসের দ্বারপ্রান্তে গার্দিওলা

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১৪:২৮

১০০০তম ম্যাচের অপেক্ষায় পেপ

কোচিং ক্যারিয়ারে রেকর্ডের কোন কমতি নেই তার। পেপ গার্দিওলার মুকুটে যুক্ত হচ্ছে আরেকটি সোনালি পালক। ১১৯ তম কোচ হিসেবে নিজের হাজারতম ম্যাচে ডাগআউটে দাঁড়াবেন পেপ।

২০০৭ সালে বার্সেলোনা ‘বি’ দলের দায়িত্ব নিয়ে পেশাদার কোচিংয়ের পথচলা শুরু। এরপর কেটে গেছে ১৮ বছর। দীর্ঘ এই সময়ে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ হয়ে থিতু হয়েছেন ম্যানচেস্টার সিটিতে।

সব ক্লাবের হয়ে এখন পর্যন্ত পেপ পরিচালনা করেছেন ৯৯৯টি ম্যাচ। এর মধ্যে বার্সা বি টিমের হয়ে ৪২, বার্সা মূল দলের হয়ে ২৪৭, বায়ার্নের হয়ে ১৬১ ও সিটির হয়ে ৫৪৯ ম্যাচে ডাগআউটে দাঁড়িয়েছেন তিনি। এর মধ্যে জয় এসেছে ৭১৫টিতে, হার মাত্র ১২৮টিতে।

বিজ্ঞাপন

বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটির হয়ে কোচ হিসেবে গার্দিওলা জিতেছেন ১২টি লিগ শিরোপা ও ৩টি চ্যাম্পিয়নস লিগ ট্রফি। এ ছাড়া তার অবিশ্বাস্য কোচিং ক্যারিয়ারে আছে আরও ১৪টি ঘরোয়া কাপ শিরোপা।

১০০০তম ম্যাচে মাঠে নামার আগে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছেন পেপ, ‘অবশ্যই জানি, অনেক ম্যাচ জিতেছি। সংখ্যাগুলো সত্যিই অবিশ্বাস্য। আমি সংখ্যাগুলো নিয়ে ভাবি না। কিন্তু যখন এমন মাইলফলক আসে এবং আমি করেছি তা লেখা হয়, শুধু প্রিমিয়ার লিগ নয়, চ্যাম্পিয়নস লিগেও—তখন বোঝা যায় বার্সেলোনা, বায়ার্ন আর এখানেও অসাধারণ কিছু অর্জন করেছি।’

নিজের ১০০০তম ম্যাচেও জয় দিয়েই উদযাপন করতে চান পেপ,  ‘যদি আবার শুরু করতাম, হয়তো কখনোই এত দূর যেতে পারতাম না। এটা অনেক বড় পথ। প্রায় ১০০০ ম্যাচের মধ্যে অল্প কিছু ম্যাচে হেরেছি। আশা করি, রোববারও আমরা জয়ের ধারাটা ধরে রাখতে পারব।’

আজ রাত ১০.৩০ মিনিটে ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে সিটি।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর