Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইএমএফ ঋণ ও পে-কমিশনের বিষয়ে আগামী সরকার সিদ্ধান্ত নেবে: অর্থ উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১৪:৫৬ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ১৫:৪৭

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ – (ফাইল ছবি : সংগৃহীত)

ঢাকা: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ঋণ ও কিস্তি ছাড়- এসব বিষয়ে আগামী সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঋণের ষষ্ঠ কিস্তি ছাড় করবে।

রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে আইএমএফ-এর আরেকটি মিশন বাংলাদেশে এসে পরিস্থিতি মূল্যায়ন করে সিদ্ধান্ত নেবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আইএমএফ-এর প্রস্তাবে আমরা সম্মত হয়েছি। আমরা বলেছি, এই মুহূর্তে আমাদের ঋণের কিস্তি প্রয়োজন নেই। তারা আগে রিভিউ করুক। ফেব্রুয়ারিতে নতুন মিশন এলে নির্বাচিত সরকার কতটা ঋণ চায়, সেটি নিয়ে আলোচনা করবে। এরপর ঋণ ছাড় হবে।

তিনি আরও বলেন, আইএমএফ বলেছে, তোমরা যা করছো, ঠিক পথে করছো। তবে তাদের কিছু পরামর্শও আছে—বিশেষ করে রাজস্ব আয় বাড়াতে হবে। আমাদের দেশে অনেকে ট্যাক্স দিতে চান না, আবার এনবিআর দুই মাস বন্ধ ছিল। ফলে রাজস্ব সংগ্রহ কম হয়েছে। এছাড়া সামাজিক নিরাপত্তা বাড়াতেও তারা পরামর্শ দিয়েছে।

প্রসঙ্গক্রমে অর্থ উপদেষ্টা বলেন, আমরা আগামী সরকারকে আইএমএফ-এর ঋণ, সংস্কার শর্ত ও অন্যান্য বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ তৈরি করে দেব। ব্যাংক খাতের সংস্কার নিয়েও আমরা কাজ করছি। আশা করি, সার্বিকভাবে একটি ভালো পরিস্থিতি তৈরি হবে। অন্যান্যের মধ্যে পে কমিশনের বিষয় আছে, এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। নতুন পে-কমিশনের সিদ্ধান্ত আগামী সরকারকে নিতে হতে পারে।

বিজ্ঞাপন

২০২৫-এর সেরা পাকিস্তানি নাটক
৯ নভেম্বর ২০২৫ ১৫:৩২

আরো

সম্পর্কিত খবর