নীলফামারী: জেলার ডোমারে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থীর গাড়িবহরে হামলার মামলায় দুই ইউপি চেয়ারম্যানসহ একজন ইউপি সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৯ নভেম্বর) নীলফামারী জেলা জজ আদালতের বিচারক মো. মনছুর মিয়া তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
গ্রেফতাররা হলেন—সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, হরিনচড়া ইউপি চেয়ারম্যান মো. রাসেল রানা এবং ডোমার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর রহমান। আটক প্রত্যকেই আওয়ামীলীগ এর রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।
আরও পড়ুন: নীলফামারীতে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, “জানতে পেরেছি আদালতে জামিন নিতে গেলে বিচারক তাদের আবেদন নামঞ্জুর করেন।”