ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। টানা পতনে মূল্যসূচক চার মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। পাশাপাশি মাঝারি পতনে ৩২৯ কোম্পানির দর কমেছে। সেই সঙ্গে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণও।
বাজার চিত্রে দেখা যায়, রোববার (০৯ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৮ দশমিক ০১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৯৯ পয়েন্টে।
ডিএসইএক্স সর্বশেষ টানা ৬ কার্যদিবসের পতনের মধ্যে রোববার ৬৮ পয়েন্ট ও গত সপ্তাহের শেষ কার্যদিবসে ( বৃহস্পতিবার) ১৯ পয়েন্ট, বুধবার ৩২ পয়েন্ট, মঙ্গলবার ৪২ পয়েন্ট, সোমবার ৫৫ পয়েন্ট ও রবিবার ৬ পয়েন্ট কমেছে। এতে করে সূচকটিন ৬ কার্যদিবসে কমেছে ২২২ পয়েন্ট।
আজ ডিএসই-তে ৪০২ কোটি ২০ লাখ ২৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১৯ কোটি ৭৮ লাখ ৭৯ হাজার টাকা।
ডিএসই-তে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৪টি কোম্পানির, অন্যদিকে ৩২৯টি কোম্পানির দর কমেছে। এছাড়া ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
অপরদিকে সিএসই-তে রোববার ২২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ১৫৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪২টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানির দর। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৮৪ পয়েন্টে।
আগের দিন সিএসই-তে ১৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৭০ পয়েন্ট কমেছিল।