দিনাজপুর: জেলার হাকিমপুর উপজেলায় নিজ শয়নকক্ষ থেকে সিমি আক্তার (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৯ নভেম্বর) হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত সিমি আক্তার ওই এলাকার রবিনের স্ত্রী।
জানা যায়, জীবিকার তাগিদে রবিন বর্তমানে ঢাকায় কাজ করেন এবং সেখানেই থাকেন। রবিন এর আগের বিয়েতে দুই সন্তান রয়েছে বলেও জানিয়েছেন প্রতিবেশীরা।
প্রতিবেশী আল আমিন জানান, সকালে শয়নকক্ষে রবিনের স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তবে, নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সিমি আক্তারকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছেন।
এ বিষয়ে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত সাতকুড়ি এলাকায় গিয়ে রবিনের বাড়ি থেকে সিমি আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।