Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমার বাস ভাঙচুর করা হয়েছে, তবুও দল ছাড়িনি’

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১৫:৫৫ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ১৭:০৩

বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতা দাউদার মাহমুদ। ছবি: সারাবাংলা

নাটোর: নাটোর-৩ (সিংড়া) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ বলেন, ‘আমার নেতা তারেক রহমানের নির্দেশ পালন করতে গিয়ে মার খেয়েছি, মামলা খেয়েছি। আমার ব্যবসা প্রতিষ্ঠান পেট্রোল পাম্পে দুইবার হামলা হয়েছে, আগুন দিয়েছে। আমার বাস ভাঙচুর করা হয়েছে। তবুও দল ছাড়িনি, কারো সঙ্গে আপোষ করিনি।’

রোববার (৯ নভেম্বর) দুপুরে সিংড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে প্রায় ২০ হাজার জনতার বিশাল একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

বিএনপির মনোনয়ন প্রত্যাশী দাউদার মাহমুদ বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের মনোনয়ন পেয়েছিলাম। সামনে আবারো ধানের শীষ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ্। হাতে ধানের শীষ থাকবে, না হয় অন্তরে ধানের শীষ থাকবে। যদি দলের মনোনয়ন নাও পাই, জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো।’

দাউদার মাহমুদ বলেন, ‘একটি নেতার জন্য একটি ধানের শীষ যথেষ্ট নয়, একটি নেতার জন্য এমপি হওয়া যথেষ্ট নয়, আপনাদের মতো লাখো মানুষের ভালোবাসাই যথেষ্ট। আমি আপনাদের ভালোবাসার দাউদার মাহমুদ হয়ে থাকতে চাই।’

বিএনপির এ নেতা আরও বলেন, ‘সারের জন্য আমার কোনো কৃষককে আন্দোলন করে মরতে হবে না। সিংড়ার ১২টি ইউনিয়নে ১২ জন ডিলার রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে প্রয়োজনে ৭২ জন ডিলার নিয়োগ দেওয়া হবে। প্রত্যেক কৃষক যেন তাদের অধিকার পায়। সারের জন্য কোনো কৃষককে দুচিন্তা করতে হবে না।

সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ফয়জুন নেছা পুতুলের সভাপতিত্বে বক্তব্য দেন সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব এম এ মালেক, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর