Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ শতাধিক অসহায় পরিবারকে অর্থ সহায়তা বিএনপির

স্পেশাল করেসপডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১৬:১৪ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ১৭:৩৭

অর্থ সহায়তা তুলে দিচ্ছেন বিএনপি নেতা মীর শাহে আলম। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জিয়া পরিবারের মঙ্গল কামনায় ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে তিন শতাধিক পরিবারের মাঝে ৬০ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। রোববার (৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মো. হেলাল উদ্দিন বিন জমির উদ্দিন।

এসময় প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলায় ইসলামিক সেন্টার স্থাপনের ঘোষনা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের কর্মকর্তা মো. আখলাছুর রহমান, মিরাজ হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের প্রচেষ্টায় এ অনুদান কার্যক্রম বাস্তবায়ন করেছে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর