চট্টগ্রাম ব্যুরো: গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে তিনদিন ধরে ভাসতে থাকা মাছ ধরার একটি ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।
শনিবার (৮ নভেম্বর) কক্সবাজারের কুতুবদিয়ায় বঙ্গোপসাগর থেকে শনিবার নৌবাহিনীর জাহাজ ‘শহীদ মহিবুল্লাহ’ ট্রলারটি উদ্ধার করে বলে নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) সাগরে মাছ ধরার ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। সর্বশেষ ট্রলারটি কুতুবদিয়া লাইট হাউজ থেকে প্রায় ২০ মাইল দূরে গভীর সাগরে ভাসছিল। ট্রলারে থাকা জেলেরা নৌবাহিনীর টহল জাহাজ দেখে উদ্ধারের জন্য আলো ও হাত দিয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে।
সংকেত দেখে ‘শহিদ মহিবুল্লাহ’ জাহাজটি ট্রলারের দিকে ছুটে যায়। এ সময় ট্রলারসহ জেলেদের উদ্ধার করে তীরে নিয়ে আসে নৌবাহিনীর জাহাজ। পরবর্তীতে তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে সবাইকে হস্তান্তর করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।