Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির মনোনয়নবঞ্চিত ডনের সমর্থকদের বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১৬:৫১ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ১৭:৩৬

মনোনয়নবঞ্চিত ডনের সমর্থকদের বিক্ষোভ মিছিল। ছবি: সারাবাংলা

রংপুর: রংপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মহানগর আহ্বায়ক সামসুজ্জামান সামুর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন মহানগর সদস্য সচিব মাহফুজুন্নবী ডনের সমর্থকরা।

রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টায় মাহফুজুন্নবী ডনের অনুসারীদের নেতৃত্বে মিছিলটি জিলা স্কুল মোড় থেকে শুরু হয়ে কাচারী বাজার, টাউন হল, সুপার মার্কেট মোড়, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেস ক্লাব, জীবন বীমা মোড় হয়ে বুদুবাবুর খেলার মাঠে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘মাহফুজুন ডন, খালেদা জিয়া, তারেক রহমান, ধানের শীষে, রংপুর-৩-এ ডনকে মনোনয়ন’ বলে স্লোগান দেন।

উল্লেখ্য, গত ২ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটি রংপুর-৩ আসনে সামুকে মনোনয়ন দেয়, যা ডনের সমর্থকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে।

বিজ্ঞাপন

মাহফুজুন্নবী ডনের সমর্থকরা বলেন, ‘সামুর মনোনয়ন দলীয় গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় প্রচার প্রসারে সক্রিয়, এই আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ডনের মতো তরুণ, দলীয় কাজের সক্রিয় নেতাকে প্রাধান্য দেওয়া উচিৎ।’

এবিষয়ে সামসুজ্জামান সামু বলেন, ‘বিএনপি বৃহৎ দল, অনেক প্রার্থী ছিলেন। এটি দলীয় গণতন্ত্রের প্রকাশ। আমাকে মনোনয়ন দিয়েছে দল। যারা বিক্ষোভ করেছেন, তারা ধানের শীষে ভোট চেয়েছে। সময়ের সঙ্গে একত্র হয়ে এই আসনের ১৯৭৯ সালের মতো গৌরব ফিরিয়ে আনব।’

প্রসঙ্গত, রংপুর-৩ আসন (সদর) আগাগোড়া থেকেই জাতীয় পার্টির নিয়ন্ত্রণে ছিলো। বিএনপির এবারের প্রার্থী নির্বাচন নিয়ে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বেড়েছে বলে মনে করেন দলীয় নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর