Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নান্দাইলে বিএনপি ঘোষিত এমপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১৭:৪৬

নান্দাইল পৌর শহরের ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ: ময়মনসিংহ ৯ নান্দাইল সংসদীয় আসনে বিএনপি ঘোষিত এমপি প্রার্থী ইয়াসের খাঁন চৌধুরীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ নভেম্বর) দুপুরে নান্দাইল পৌর শহরের ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে কয়েক কিলোমিটার জুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নান্দাইল আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন, ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম, নাসের খাঁন চৌধুরী, মামুন বিন আব্দুল মান্নান এর অনুসারী বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে নেতা কর্মীরা বলেন, নান্দাইল আসনে মনোনয়ন বঞ্চিত চার নেতা এক হয়েছে। তৃনমুল বিএনপির নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে এই চারজন থেকে যাকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হবে তাকেই তারা ভোট দেবেন।

বিজ্ঞাপন

বর্তমানে মনোনয়ন পাওয়া ইয়াসের খাঁন চৌধুরীর মনোনয়ন পরিবর্তনের জোড় দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া বিএনপির চার মনোনয়ন প্রত্যাশীর অনুসারীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর