চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) সকালে নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় মিছিলের পর তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার তিনজন হলেন- আনোয়ারুল হক ঈশান (১৭), রাজন দাশ (১৯) ও সৈকত চন্দ্র ভৌমিক (১৯)। তিনজনের বাসা নগরীর পাঁচলাইশ থানা এলাকায়।
চট্টগ্রামের পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান সারাবাংলাকে বলেন, ‘গ্রেফতার তিনজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলার কর্মী। আজ সকালে ১৫-২০ জনের একটি দল ষোলশহরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে থেকে ঝটিকা মিছিল বের করে।’
ওসি জানান, মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনজনকে শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এদিকে একইদিন নগরীর বিভিন্নস্থানে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত থাকা চট্টগ্রাম মহানগর যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দক্ষিণ ও মহানগর কমিটির মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।