Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রত্যেকেরই পোশাকের স্বাধীনতা রয়েছে: রাবি প্রশাসন

রাবি করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১৭:৫৬ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ২১:১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন জানিয়েছেন, ‘নিজস্ব বিশ্বাস ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরার অধিকার সবার রয়েছে।’ রোববার (৯ নভেম্বর) বিকেলে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কথা জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলের ব্যক্তিগত স্বাধীনতায় পূর্ণ বিশ্বাস রাখে। এ বিষয়ে কোনো ধরনের কটূক্তি বা হয়রানির অভিযোগ থাকলে তা কর্তৃপক্ষকে জানাতে পরামর্শ দেওয়া হচ্ছে।’

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘এই নীতি নারী শিক্ষার্থীদের হিজাব ও নিকাব ব্যবহারের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। যদি কখনো কোনো নারী শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করার প্রয়োজন হয়, তবে সর্বোচ্চ সংবেদনশীলতা বজায় রেখে প্রয়োজনে নারী শিক্ষকের সহায়তা নেওয়া যেতে পারে। কর্তৃপক্ষ আশা করে, সংশ্লিষ্ট সবাই এই বিষয়ে সহযোগিতা করবেন।’

বিজ্ঞাপন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম বলেন, ‘প্রত্যেকেরই পোশাকের স্বাধীনতা রয়েছে। প্রত্যেকেই তাদের মর্যাদা, ধর্ম, সামাজিকতা এবং পেশাদারিত্ব অনুযায়ী পোশাক পরবে। এতে কোনো বাধা থাকা উচিত নয়। তবে এই পোশাকের মাধ্যমে কারোর মূল্যবোধে যেন আঘাত না করে, সেই বিষয়টি খেয়াল রেখে সবাই স্বাধীনভাবে পোশাক পরবে।’

সারাবাংলা/এনএমই/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর