ঢাকা: ২৬টি ফিনটেক উদ্যোগকে সম্মাননা প্রদান করার মাধ্যমে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হলো মাস্টারকার্ডের সৌজন্যে ও প্রাইম ব্যাংক পিএলসির সঞ্চালনায় আয়োজিত ৩য় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড। এ বছর ১৪টি বিশেষায়িত ক্যাটেগরিতে ১৪টি উদ্যোগ জয়ী এবং ১২টি উদ্যোগ অনারেবল মেনশন মর্যাদা অর্জন করেছে।
বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগ এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে দেশের ফিনটেক খাতের উদ্ভাবন, বৈচিত্র্য ও অগ্রগতির ধারাবাহিকতাকে উদযাপন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘বাংলাদেশের ফিনটেক খাত একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। ডিজিটাল সেবার সম্প্রসারণের সঙ্গে সঙ্গে উদ্ভাবনী প্রচেষ্টাকে আরও নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও উদ্দেশ্যভিত্তিক করতে হবে। আজ যেসকল উদ্যোগকে স্বীকৃতি দেওয়া হলো—সেগুলো প্রমাণ করে আমরা একটি শক্তিশালী ও ভবিষ্যতমুখী ফিনটেক ইকোসিস্টেম গঠনের পথে এগোচ্ছি।’
স্বাগত বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের প্রতিষ্ঠাতা, শরিফুল ইসলাম, বলেন— ‘বাংলাদেশের ফিনটেক ইকোসিস্টেমের অগ্রগতি এখন দৃশ্যমান। আমাদের সামনে আরও বড় সম্ভাবনা রয়েছে। আমাদের এই মুহূর্তে প্রয়োজন সহযোগিতা, উদ্ভাবন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা। আজকের স্বীকৃতিগুলো আমাদের গতিপথকে আরও এগিয়ে নেবে এবং ফিনটেক খাতে নতুন অনুপ্রেরণা যোগ করবে।’
এই বছর সম্মাননাটির জন্য ৩০১টি মনোনয়ন জমা পড়ে। ১৩ জন অভিজ্ঞ জুরির সমন্বয়ে গঠিত ৪টি গ্র্যান্ড জুরি সেশন এবং একাধিক শর্ট লিস্টিং জুরির মাধ্যমে প্রতিটি মনোনয়নকে ধাপে ধাপে পর্যালোচনা করে মূল্যায়ন করা হয়। ব্যাংকিং ও আর্থিক সেবা খাতের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই জুরি প্যানেলের বহুমাত্রিক মূল্যায়নের লক্ষ্য ছিল স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং মানসম্মত নির্বাচন নিশ্চিত করা।
এবারের ফিনটেক অ্যাওয়ার্ডের বিজয়ীদের মধ্যে রয়েছে- মাস্টারকার্ড বাংলাদেশ, যারা বাংলাদেশে বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালুর জন্য ‘মোস্ট ইনোভেটিভ ফিনটেক প্রোডাক্ট ডিজাইন অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে। অন্যান্য উল্লেখযোগ্য বিজয়ীদের মধ্যে ছিল সিটি ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, মিল্ভিক বাংলাদেশ, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফাইন্যান্স, এসএসএল ওয়্যারলেস, সেবা ফিনটেক, ডানা ফিনটেক, ব্যাংক এশিয়া, বিকাশ এবং পাঠাও লিমিটেড।
এছাড়াও অনারেবল মেনশনের মধ্যে রয়েছে- সিটি ব্যাংক পিএলসি, মিল্ভিক বাংলাদেশ, বিকাশ, পাঠাও, সেবা ফিনটেক, আইপিডিসি ফাইন্যান্স, এসএসএল ওয়্যারলেস, এনালাইজেন বাংলাদেশ ও গোল্ড কিনেন।
দিনের প্রথমার্ধে একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় ৫ম বাংলাদেশ ফিনটেক সামিট ২০২৫। এই আয়োজনে ব্যাংকিং, ফিনটেক, আর্থিক সেবা, বীমা, প্রযুক্তি, বিনিয়োগ, নিয়ন্ত্রক সংস্থা এবং একাডেমিয়ার প্রতিনিধিরা অংশ নেন। সামিটের প্রতিপাদ্য ছিল— ‘ফিউচার অব ফিনটেকঃ ডিজিটাল, ডিসেন্ট্রালাইজড, ডেমোক্রেটাইজ।’