Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১৯:৩৮

বেগমগঞ্জ থানা।

নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলায় বাঁশের সাঁকো থেকে খালে পড়ে ফাতেহা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বিকেলের দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ফাতেহা আক্তার একই ইউনিয়নের আহাম্মদ আলীর নতুন বাড়ির কফিল উদ্দিন বাবুর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে ফাতেহার মা শারমিন আক্তার নামাজ পড়ার জন্য ঘরে যায়। ওই সময় শিশুটি পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে বাঁশের সাঁকো দিয়ে খাল পার হওয়ার সময় পা পিছলে খালের পানিতে পড়ে যায়। ফাতেহার মা নামাজ শেষে ঘর থেকে বের হয়ে লোকজনের চিৎকার শুনে খালের সামনে যায়। সেখানে গিয়ে তিনি মেয়ের মরদেহ খালের পানিতে ভাসতে দেখেন।

বিজ্ঞাপন

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাবীবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। অভিযোগ না থানায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর