Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী জাতীয় নির্বাচন আমাদের জন্য মাইলফলক: সিইসি’র ভিডিও বার্তা

স্টাফ করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ২০:২০ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ২১:১১

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন – কোলাজ ছবি

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য একটি মাইলফলক।

‎রোববার (৯ নভেম্বর) বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

ভিডিও বার্তায় সিইসি বলেন, একদিকে সারা বিশ্ব তাকিয়ে আছে, অন্যদিকে আমাদের সমগ্র দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে- তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। আমাদের তরুণ সমাজ, বিশেষত যারা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে, তাদের আগ্রহ আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।

‎তিনি আরও বলেন, আপনার ভোট আপনার শক্তি। নিজের ভোটাধিকার প্রয়োগ করুন এবং অন্যদেরও ভোট প্রয়োগে উৎসাহিত করুন।

‎প্রকাশিত এ ভিডিও বার্তায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের প্রত্যাশা’ বিষয়টি তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব।

বিজ্ঞাপন

ভিডিওবার্তার লিঙ্ক:   https://www.facebook.com/share/v/1BYbW7WGjo/

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর