রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় খ্যাতনামা লাঠিয়াল আব্দুল কাদের মৃধার স্মরণে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী মুন্সি বাজার এলাকার আশ্রয়ন কেন্দ্রের মাঠে স্থানীয়দের আয়োজনে এ লাঠিখেলা অনুষ্ঠিত হয়।
মাঠের দুপাশ থেকে বোল দিয়ে ঢোলের তালে তালে খালি পায়ে নেচে নেচে লাঠি খেলছিল লাঠিয়ালরা। এসময় প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা করে প্রতিপক্ষকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। আগত দর্শকরা করতালির মাধ্যমে উৎসাহ যোগান লাঠিয়ালদের। বিভিন্ন বয়সী কয়েক হাজার নারী,পুরুষ ও শিশু দর্শক মনোরম এ খেলা উপভোগ করেন।
লাঠি খেলায় দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইসমাইল হোসেন মোল্লা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মো. রাশেদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, বিএনপি নেতা ডাঃ আবুল হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদ আল রেজা, পৌর যুবদলের আহবায়ক মো. দেলোয়ার হোসেন মন্ডল, গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু প্রমুখ।
এই খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় বাসিন্দা মো. জামাল মুন্সি, মো. হান্নান মোল্লা ও হেলাল মোল্লা।
স্থানীয়রা বলেন, ১৯৬১ সাল হতে বিগত ৬৪ বছর ধরে এখানে এ ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এ অঞ্চলের খ্যাতিমান লাঠিয়াল কাদের মৃধা স্মরনে দলমত নির্বিশেষে সবাই খেলাটির আয়োজন করে থাকেন।