আদনানের হত্যাকারীদের আশ্রয়দাতা জিলহাজ্ব গ্রেফতার
১২ জুলাই ২০১৮ ১০:২১ | আপডেট: ১২ জুলাই ২০১৮ ১১:৪১
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে স্কুলছাত্র আদনান ইসফার খুনের ঘটনায় এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। গ্রেপ্তার তরুণের নাম জিলহাজ্ব উদ্দীন (২২)।
বুধবার (১১ জুলাই) দিবাগত রাতে নগরীর জিইসি মোড় থেকে জিলহাজ্বকে গ্রেফতার করা হয়।
জিলহাজ্ব চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের দর্শন বিভাগে সম্মান শ্রেণির তৃতীয় বর্ষের ছাত্র। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট এলাকার বাসিন্দা।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন সারাবাংলাকে বলেন, আদনান হত্যা মামলার এজাহারে জিলহাজ্বের নাম নেই। কিন্তু এই মামলায় গ্রেফতার হওয়া কয়েকজন জবানবন্দিতে জানিয়েছে, খুনের পর তাদের আত্মগোপনে যাওয়াসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছে জিলহাজ্ব। এমনকি তাদের কয়েকজনকে ফটিকছড়িতে নিজ বাড়িতে রেখেছিল সে। এই মামলার যে পাঁচজন আসামি, তাদের পলিটিক্যাল বড় ভাইদের একজন জিলহাজ্ব।
একটি সূত্র জানিয়েছে, জিলহাজ্ব মহসিন কলেজ ছাত্রলীগের নেতা হিসেবে মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। আদনান হত্যায় ব্যবহৃত পিস্তল সরবরাহ করেছিলেন মহসিন কলেজের ছাত্রলীগ নেতা এনাম। জিলহাজ্ব ও এনামকে মহসিন কলেজে ছাত্রলীগের নামে আধিপত্য বিস্তারে সহযোগীতা করেন চকবাজার থানা আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ। তিনিও মেয়রের অনুসারী।
গত ১৬ জানুয়ারি দুপুরে নগরীর কোতয়ালী থানার জামালখান এলাকায় ছুরিকাঘাতে খুন হয় চট্টগ্রাম সরকারি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আদনান ইসফার। এ ঘটনায় তার বাবা আদনান আজম পাঁচজনের নাম উল্লেখ করে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছিলেন।
পরে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। এরা হলেন- নগরীর হাজেরা তজু কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মঈন খান, সাব্বির খান ও মুনতাছির মোস্তফা, ইসলামীয়া কলেজ থেকে এইচএসসি পাশ করা আব্দুল্লাল আল সাঈদ ও চলতি বছর এসএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থী এখলাস উদ্দিন আরমান।
সারাবাংলা/আরডি/এসএমএন