Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাশ্মীরি আপেল আমদানিতে কর্মচাঞ্চল্য হিলি স্থলবন্দরে

লোকাল করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ২১:৩৩

২৫ মেট্রিক টন আপেল বন্দরে প্রবেশ করার মধ্য দিয়ে ফল আমদানি কার্যক্রমের শুভ সূচনা হয়। ছবি:

হিলি: দীর্ঘ প্রায় ছয় বছরের বিরতি কাটিয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও আপেল আমদানি শুরু হয়েছে। এতে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি বন্দরের শ্রমিকদের কর্মসংস্থান ও আয় বাড়ার বিষয়ে আশাবাদী স্থানীয় ব্যবসায়ীমহল।

রোববার (৯ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে ভারতীয় একটি ট্রাকে করে ২৫ মেট্রিক টন আপেল বন্দরে প্রবেশ করার মধ্য দিয়ে ফল আমদানি কার্যক্রমের শুভ সূচনা হয়। মেসার্স খাজামেরি ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের কাশ্মীর থেকে এই আপেল আমদানি করেছে।

হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ফল আমদানির স্থানীয় সিএন্ডএফ এজেন্ট মো শাহিনুর ইসলাম শাহিন জানান, ‘প্রায় ছয় বছর পরে হিলি স্থলবন্দরে আপেল আমদানি শুরু হলো। করোনা মহামারীর আগে সর্বশেষ ভারত থেকে ফল আমদানি হয়েছিল। সবার সহযোগিতায় এবং কাস্টমসের যথেষ্ট সহায়তায় আবারো এই কার্যক্রম শুরু হওয়ায় আমরা আনন্দিত। ফল আমদানির ফলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির সঙ্গে বন্দরের শ্রমিকদের আয়ও বাড়বে।’

বিজ্ঞাপন

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা বাঁধন আহমেদ বলেন, ‘আমদানিকৃত আপেলগুলো প্রতি মেট্রিক টন ৭০০ ডলারে অ্যাসেসমেন্ট রাজস্ব আহরণ করা হয়েছে। এই বন্দর দিয়ে আমদানি হওয়া ফলগুলো দ্রুত দেশের বাজারে পৌঁছানোর জন্য আমরা সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি।’

দীর্ঘদিন পর ফল আমদানি শুরু হওয়ায় এই বন্দরের ব্যবসায়িক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর