Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যাসিস্ট সরকার জনগণের ভবিষ্যৎ লুট করেছিল: বকুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ২৩:১৭

রকিবুল ইসলাম বকুল

খুলনা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৭ বছরে জনগণের ভবিষ্যৎ লুট করেছে। জনগণের ভোট লুট করে ক্ষমতায় থাকা তারা শুধু নিজেদের দলীয় নেতা-কর্মীদের ভাগ্য পরিবর্তন করেছে, সাধারণ মানুষের নয়।

রোববার (৯ নভেম্বর) বিকেলে খুলনা নগরীর দৌলতপুর থানার ৬নং ওয়ার্ডে সাধারণ নারী ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বকুল বলেন, “বিএনপি যদি জনগণের ভোটে ক্ষমতায় আসে, তাহলে প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও ‘হেলথ কার্ড’ চালু করা হবে। প্রথম ধাপেই এক কোটি শিক্ষিত তরুণ-তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”

বিজ্ঞাপন

তিনি জানান, বিএনপি সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি পরিবারে দেওয়া হবে ফ্যামিলি কার্ড, যার মাধ্যমে স্বল্পমূল্যে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা যাবে। পাশাপাশি হেলথ কার্ডের মাধ্যমে নারী ও শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

নারীদের স্বাবলম্বী করতে অনলাইনভিত্তিক কুটির শিল্প প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণ দেওয়া হবে বলেও জানান তিনি।

হাসিনা সরকারের সমালোচনা করে বকুল বলেন, “এই সরকার ১৭ বছর দেশ শাসন করেছে, কিন্তু মা-বোনদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। টিসিবি কার্ড থেকে শুরু করে সরকারি ভাতা—সবখানেই চলছে লুটপাট।”

তিনি আরও বলেন, “৩০ লাখ শহিদের রক্তে অর্জিত এই দেশে জনগণের সুখে-শান্তিতে থাকার কথা ছিল। কিন্তু ’৭৪ সালের দুর্ভিক্ষে শেখ মুজিব নিজেই বলেছিলেন—‘সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি।’ তখন থেকেই শুরু হয় দুর্নীতির রাজত্ব।”

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে দেশের ক্রান্তিকালের ত্রাণকর্তা উল্লেখ করে তিনি বলেন, “দেশ যখন নেতৃত্বহীন, তখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে আত্মমর্যাদার পথে এগিয়ে নিয়েছিলেন। পরবর্তীতে দুর্ভিক্ষপীড়িত দেশকে স্বনির্ভরতার পথে নিয়ে যান তিনি।”

জনগণের উদ্দেশে বকুল বলেন, “আমি ভোট চাইতে আসিনি, এসেছি আপনাদের কথা শুনতে ও বিএনপির পরিকল্পনা জানাতে। আগামীতে যে-ই ভোট চাইতে আসুক, তাকে প্রশ্ন করবেন—এতদিন কোথায় ছিলেন, আর আমাদের জন্য কী করেছেন?”

তিনি নিজেকে দেশনায়ক তারেক রহমানের বার্তাবাহক হিসেবে উল্লেখ করে বলেন, “আমার নেতা আমাকে পাঠিয়েছেন জানতে—আপনারা কেমন আছেন এবং ভবিষ্যতে কীভাবে ভালো থাকবেন। বিএনপি অতীতেও জনগণের পাশে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে।”

সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর থানা মহিলা দলের আহবায়ক সালমা বেগম এবং সঞ্চালনা করেন মদিনা হাওলাদার ও জি. এম. জাকারিয়া।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম হোসেন, দৌলতপুর থানা বিএনপির সভাপতি মুর্শিদ কামাল ও সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন।

পরে রকিবুল ইসলাম বকুল মহেশ্বর পাশা মহাশ্মশান পরিদর্শন করেন এবং দৌলতপুর রেলিগেট মোড়ে বিএনপির ৩১ দফা কর্মসূচি সংবলিত লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোটের গণসংযোগ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর