চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে হারে কিছুটা ব্যাকফুটে ছিলেন তারা। লা লিগায় উড়তে থাকা রিয়াল মাদ্রিদ রায়ো ভায়োকানোকে হারাবে হেসে খেলেই, এমনটাই ছিল অনুমেয়। তবে সবাইকে চমকে দিয়ে সেই রিয়ালকেই রুখে দিয়েছে পুঁচকে ভায়োকানো। ভায়োকানোর মাঠে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রিয়াল।
ভায়োকানোর মাঠে শুরু থেকেই খানিকটা ছন্নছাড়া ছিল রিয়াল। পুরো ম্যাচে ৫৪ শতাংশ বল দখলে রেখেছিল রিয়াল। ২১টি শট নিলেও অন টার্গেটে ছিল মাত্র ৫টি। অন্যদিকে ভায়োকানোর ১৩টি শটের মধ্যে অন টার্গেটে ছিল মাত্র ২টি।
রিয়াল ও ভায়োকানো দুই দলই প্রথমার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে। তবে দুই দলের রক্ষণভাগ ও কিপারের সুবাদে ডেডলক ভাঙতে পারেনি কেউ। গোলশূন্যভাবেই তাই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় রিয়াল। তবে এমবাপে, বেলিংহামরা কিছুতেই ভাঙতে পারেননি ভায়োকানোর জমাত রক্ষণভাগ।
শেষ পর্যন্ত গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচ। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষেই আছে রিয়াল। নিজেদের ম্যাচে বার্সা জয় পাওয়ার ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে কাতালানরা।