Monday 10 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও ১৪ জেলায় নতুন ডিসি

স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ১২:০৯ | আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১৩:৪০

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকার আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যার পর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর।

প্রজ্ঞাপন অনুযায়ী, নড়াইলের ডিসি শারমিন আক্তার জাহানকে ব্রাহ্মণবাড়িয়ায় এবং মেহেরপুরের মোহাম্মদ আবদুল ছালামকে নড়াইলের ডিসি করা হয়েছে।

পরিবেশ অধিদফতরের পরিচালক মো. আব্দুল্লাহ আল মাসউদকে ঝিনাইদহ, খুলনা জরিপ অধিদফতরের সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ ইউসুপ আলীকে জামালপুর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে মেহেরপুরের ডিসি করা হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. আসলাম মোল্লাকে কিশোরগঞ্জ, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের পরিচালক মো. মমিন উদ্দিনকে ঝালকাঠি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিক আরিফ উজ জামানকে গোপালগঞ্জ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মোহাম্মদ কামাল হোসেনকে চুয়াডাঙ্গা, গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী মো. সায়েমুজ্জামানকে পঞ্চগড়, প্রধান উপদেষ্টা কার্যালয়ের পরিচালক মো. আল মামুন মিয়াকে জয়পুরহাটের ডিসি করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে ময়মনসিংহ, খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক নাজমুন আরা সুলতানাকে মানিকগঞ্জ এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের পরিচালক নাজমুল ইসলাম সরকারকে চাঁদপুরের ডিসি করা হয়েছে।

এর আগে, শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে ছয়জনকে রদবদল ও নতুন মুখ হিসেবে নয়জনকে নিয়োগ দেওয়া হয়।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ
বিজ্ঞাপন

সেলস অফিসার নিচ্ছে স্কয়ার ফুড
১০ নভেম্বর ২০২৫ ১৩:১৮

আরো

সম্পর্কিত খবর