কোচ হিসেবে নিজের হাজারতম ম্যাচে ডাগআউটে দাঁড়িয়েছিলেন তিনি। ইতিহাস গড়ার রাতে পেপ গার্দিওলাকে হতাশ করেনি ম্যানচেস্টার সিটি। হালান্ড-ডকুদের দুর্দান্ত পারফরম্যান্সে লিভারপুলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে রাতটা পেপের জন্য স্মরণীয় করে রাখল সিটিজেনরা।
ইতিহাদে ফুটবল ইতিহাসের ১১৯তম কোচ হিসেবে ১০০০তম ম্যাচে মাঠে নেমেছিলেন পেপ। নিজেদের মাঠে পুরোটা সময়জুড়েই তার দল ছরি ঘুরিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের ওপর।
ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত সিটি। পেনাল্টি থেকে গোল মিস করেছেন আরলিং হালান্ড। সেই হালান্ডই ২৯ মিনিটে সিটিজেনদের লিড এনে দেন। হাফ টাইমের বাঁশি বাজার ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন নিকো গঞ্জালেস। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি।
দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়িয়েছে সিটি। ৬৩ মিনিটে তৃতীয় গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন ডকু। পুরো ম্যাচে অনেক চেষ্টা করেও সিটির রক্ষণভাগ ভাঙতে পারেনি লিভারপুল।
শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি। ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল সিটিজেনরা। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।