Monday 10 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরান ঢাকায় দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ১২:২৪ | আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১৪:১৩

ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর সুত্রাপুর ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে তারিক সাইফ মামুন (৫৫) নামে একজন ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাইফের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনী এলাকায়। তার বাবার নাম এসএম ইকবাল।

ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, আনুমানিক বেলা ১১টার দিকে তাদের হাসপাতালের সামনের গোলাগুলির ঘটনা ঘটে। শব্দ শুনে হাসপাতালের মেইন গেটের সামনে এসে সাইফকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন তারা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিজেদের হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

এদিকে ঢাকা মেডিকেলে সাইফের পূর্ব পরিচিত ফাইজুল হক অপু নামে একজন জানান, সকালে সাইফের ফোন থেকে তাকে কল করে ঘটনাটি জানানো হয়। এরপর তিনি কাকরাইল থেকে ঢাকা মেডিকেলে এসে নিহত সাইফের পরিচয় শনাক্ত করেন। তিনি জানান, সাইফের সঙ্গে গাজীপুরে পরিচয় হয়েছিল তার।

স্বামীর মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন নিহত সাইফের স্ত্রী দিপা। তিনি জানান, তাদের বাসা আফতাবনগর এফ ব্লকের, ২ নম্বর রোডে। দুই মেয়েকে নিয়ে সেখানে থাকেন তারা। মিরপুরে গার্মেন্টসের ব্যবসা রয়েছে তার স্বামী সাইফের। দুদিন পর আজ সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন সাইফ। যাচ্ছিলেন জজকোর্টে একটি মামলার হাজিরা দিতে। এরপরই তার মৃত্যুর খবর আসে ফোনে।

নিহত সাইফের স্ত্রী দিপা বলেন, ‘কারা আমার স্বামীকে খুন করছে জানি না। তবে ইমন ছাড়া কেউ এই কাজ করে নাই। কয়েকদিন আগে ইমনই লোক দিয়ে সাইফকে মারধর করেছিল।’  তবে ইমন কে, সে বিষয়টি বলতে তাৎক্ষণিক রাজি হননি তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর