ঢাকা: অবৈধভাবে ইতালিতে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলে বাংলাদেশের পাসপোর্ট র্যাঙ্কিংয়ে প্রভাব পড়ে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তনিও অ্যালসেন্দ্রো।
সোমবার (১০ নভেম্বর) রাজধানীর বিআইআইএসএস অডিটরিয়ামে বাংলাদেশ-ইতালির দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
অ্যান্তনিও অ্যালসেন্দ্রো বলেন, চলতি বছর ইতালিতে ১৮ হাজার মানুষ অবৈধভাবে প্রবেশ করেছে, যাদের অনেকের কাছে রাজনৈতিক আশ্রয়ের বিধি মোতাবেক যথাযথ কারণ বা কাগজপত্র নেই।
তিনি বলেন, ইতালিতে বাংলাদেশের বিপুল সংখ্যক কর্মী থাকার কারণে, ভূ-রাজনীতির ছুতোয় বা অংশীদারিত্বের কথা বলে ইতালি কারো কাছে অস্ত্র বিক্রি করে না। যদি বাংলাদেশ প্রয়োজন বোধ করে, তখনই ইতালি থেকে অস্ত্র কেনার ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
বাংলাদেশের আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে- এমন প্রত্যাশা ব্যক্ত করে ইতালির রাষ্ট্রদূত বলেন, সংস্কারের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ফিরবে। এর ফলে কাউকে ভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে হবে না।