Monday 10 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যয় হবে ৬ হাজার ৫৩৪ কোটি টাকা
দুই জেলার অবকাঠামো উন্নয়নসহ একনেকে ৭ নতুন প্রকল্প অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ১৭:৪১ | আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১৮:৩৯

-ছবি : সারাবাংলা

ঢাকা: মানিকগঞ্জ ও সাতক্ষীরা জেলার অবকাঠামো উন্নয়নসহ ৭টি নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৫৩৪ কোটি ১৩ লাখ টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্পগুলো বাস্তবায়িত হবে।

এছাড়া ইতোপূর্বে একনেকে অনুমোদিত ৫টি প্রকল্পের সংশোধিত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ২টি প্রকল্পে মোট ৪৩৪ কোটি ২৭ লাখ টাকা ব্যয় বেড়েছে। অপর ৩টির ব্যয় অপরিবর্তিত রেখে প্রকল্প বাস্তবায়নের সময়সীমা বাড়ানো হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের ৫ম একনেক সভা। পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ সভায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুমোদিত নতুন ৭ প্রকল্প

‘মানিকগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প- ব্যয় হবে ৪৫০ কোটি টাকা, প্রকল্পের মেয়াদ ৪ বছর (জুলাই ২০২৫-জুন ২০২৯);

‘সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প- ব্যয় হবে ১ হাজার ৯৩০ কোটি টাকা, প্রকল্পের মেয়াদ ৪ বছর ৯ মাস (অক্টোবর ২০২৫-জুন ২০৩০);

‘কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলার হাওর এলাকার ক্ষুদ্র সেচ ব্যবস্থাপনার উন্নয়ন’ প্রকল্প- ব্যয় হবে ১৬৪ কোটি ৯৪ লাখ টাকা, প্রকল্পের মেয়াদ ৫ বছর (জুলাই ২০২৫-জুন ২০৩০);

‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন’ প্রকল্প- ব্যয় হবে ৫৬৭ কোটি ২৯ লাখ টাকা, প্রকল্পের মেয়াদ ৩ বছর (অক্টোবর ২০২৫- সেপ্টেম্বর ২০২৮);

‘সমাপ্ত ৪র্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্য সেবার অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়ন’ প্রকল্প- ব্যয় হবে ১ হাজার ৬৬৩ কোটি ৫৩ লাখ টাকা, প্রকল্পের মেয়াদ ১ বছর (জুলাই ২০২৫-জুন ২০২৬);

‘স্বাস্থ্য শিক্ষা অধিদফতর, নিপোর্ট এবং নার্সিং ও মিডওয়াইফারী অধিদফতর-এর কার্যক্রম ব্যবস্থপনায় সমন্বিত উন্নয়ন’ প্রকল্প- ব্যয় হবে ২১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার টাকা, প্রকল্পের মেয়াদ ১ বছর (জুলাই ২০২৫-জুন ২০২৬);

‘পিএফডি-এইচইএফ-আইএফএম-এইচআরডি ও এসডব্লিউপিএমএম-এর অত্যাবশ্যকীয় অসমাপ্ত কার্যক্রম বাস্তবায়ন’ প্রকল্প- ব্যয় হবে ১ হাজার ৫৪৬ কোটি ৪৫ লাখ ৪২ হাজার টাকা, প্রকল্পের মেয়াদ ১ বছর (জুলাই ২০২৫-জুন ২০২৬)।

সংশোধিত ২ প্রকল্পে ব্যয় বাড়ছে

সভায় ইতোপূর্বে একনেকে অনুমোদিত ৫টি প্রকল্পের সংশোধিত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ২টি প্রকল্পে মোট ৪৩৪ কোটি ২৭ লাখ টাকা ব্যয় বেড়েছে।
প্রকল্প দুটি হচ্ছে- ‘চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে ১টি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন (২য় সংশোধিত)’ প্রকল্প: সংশোধিত প্রস্তাবে প্রকল্পটির ব্যয় বাড়ছে ৩৯৪ কোটি ৮৪ লাখ টাকা। প্রকল্পটির মূল ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ২২২ কোটি ৩৯ লাখ টাকা। ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে ১ হাজার ৬২১ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা। এছাড়া প্রকল্পের মেয়াদও বাড়ানো হয়েছে।

অপরটি হচ্ছে- ‘বিসিক শিল্প পার্ক টাঙ্গাইল (৩য় সংশোধিত’) প্রকল্প: সংশোধিত প্রস্তাবে প্রকল্পটির ব্যয় বাড়ছে ৩৯ কোটি ৪৩ লাখ টাকা। প্রকল্পটির মূল ব্যয় ধরা হয়েছিল ১৬৪ কোটি টাকা। তিন দফা বেড়ে মোট প্রকল্প ব্যয় দাঁড়াচ্ছে ৩৮৪ কোটি ৯০ লাখ টাকা।

ব্যয় অপরিবর্তিত রেখে ৩ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি

একনেক সভায় ৩টি প্রকল্পের ব্যয় অপরিবর্তিত রেখে বাস্তবায়নের সময়সীমা বাড়ানো হয়েছে। প্রকল্পগুলো হচ্ছে- ‘ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (৩য় পর্যায়) (১ম সংশোধিত) প্রকল্প;

‘ঢাকা সেনানিবাসে নির্ঝর আবাসিক এলাকায় ‘বি’ টাইপ অফিসার্স বাসস্থান নির্মাণ’ প্রকল্প (ব্যয় ধরা হবে ১৭৭ কোটি ৮০ লাখ টাকা) এবং

নড়াইল-কালিয়া জেলা মহাসড়কের ২১তম কিলোমিটারে ‘কালিয়া’ নাম স্থানে নবগঙ্গা নদীর উপর কালিয়া সেতু নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্প (চতুর্থবার মেয়াদ বৃদ্ধি)।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর