ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলায় মাদরাসার তৃতীয় শ্রেণি পড়ুয়া নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে পিতা শামীম বেপারীর বিরুদ্ধে। সোমবার (১০ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায়।
তিনি বলেন, শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যাক্তিকে আটক করার চেষ্টা চলছে। অভিযুক্ত শামীম বেপারী(৪২) একই গ্রামের শাহজাহান বেপারীর ছেলে।
ভুক্তভোগী ওই কিশোরী আল-ইহসান ইসলামিয়া মহিলা মাদরাসার মক্তব বিভাগের ৩য় শ্রেণির শিক্ষার্থী।
এ বিষয়ে মেয়েটির মা শাহনাজ আক্তার জানান, সম্প্রতি তার সিজারিয়ান অপারেশন হওয়ায় তিনি বাবার বাড়িতে ছিলেন। এ সুযোগে শুক্রবার বিকেল ৫টার দিকে মেয়েকে মাদরাসায় নেওয়ার কথা বলে শামীম রিকশায় করে নিয়ে বের হয়। পরে মাদরাসায় না নিয়ে পাশের গ্রামের আফসার কাজীর বাগান সংলগ্ন জঙ্গলে নিয়ে গিয়ে মুখ চেপে ধর্ষণ করেন। ঘটনার পর মেয়েকে মাদরাসায় রেখে দ্রুত সরে যান তিনি।
মেয়েটির খালা শাবানা আক্তার জানান, মেয়ের সঙ্গে ফোনে কথা হলে সে কান্না করতে করতে পুরো ঘটনা জানায়। পরে আমরা দ্রুত মাদরাসা থেকে তাকে নিয়ে আসি।
আল-ইহসান ইসলামিয়া মহিলা মাদরাসার পরিচালক মো. ইলিয়াস মোল্যা বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। শুক্রবার রাতে মেয়েটির অভিভাবক তাকে সঙ্গে করে নিয়ে গেছেন। অভিযুক্তের পিতা শাহজাহান বেপারী বলেন, আমার ছেলে যদি এমন অপরাধ করে থাকে, আমরাও তার বিচার চাই।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ঘটনার পর ভুক্তভোগীর মামা সাত্তার খান শনিবার (৮ নভেম্বর) বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সে মায়ের জিম্মায় রয়েছে। অভিযুক্ত পিতাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা শামীম বেপারীর দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।