Monday 10 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতের প্রার্থীর সঙ্গে তেজগাঁও কলেজ শিক্ষকদের মতবিনিময়

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ২১:১৮

জামায়াতপ্রার্থী সাইফুল আলম খান মিলনের সঙ্গে তেজগাঁও কলেজ শিক্ষকদের মতবিনিময়

ঢাকা: নেতিবাচক রাজনীতির কারণেই দেশে শিক্ষার গুণগত পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা-১২ আসনে জামায়াতপ্রার্থী সাইফুল আলম খান মিলন।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে তেজগাঁও কলেজের শিক্ষক মিলনায়তনে শেরেবাংলা নগর দক্ষিণ থানা জামায়াত আয়োজিত তেজগাঁও কলেজের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুল আলম খান বলেন, ‘জামায়াত এ দেশের শিক্ষাব্যবস্থা এবং ছাত্র-শিক্ষক সম্পর্ক উন্নতির জন্য বিরামহীনভাবে কাজ চালিয়ে যাচ্ছে।’

থানা আমির আবু সাঈদ মণ্ডলে সভাপতিত্বে এবং সেক্রেটারি তারিফুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজের অধ্যাপক আ জ ম কামাল উদ্দিন, থানা শুরা কর্মপরিষদ সদস্য সোহেল খান, জামিল বিন হোসাইন, আব্দুজ জাওয়াদ, মাওলানা রুহুল আমিন, তেজগাঁও কলেজের শিক্ষক, ছাত্র, স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পশ্চিমের সাহিত্য সম্পাদক ও তেজগাঁও কলেজের সাবেক সভাপতি মোরশেদ আলম তাফহীম, তেজগাঁও কলেজ সভাপতি ইজাজ আহমেদ, ক্যাম্পাস ওয়ার্ড সভাপতি নাজমুল হোসেনসহ কলেজ ছাত্রশিবির নেতারা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সভাপতি আক্তার হোসেন, জামায়াত নেতা হাসান আল বান্না, রাইয়্যান আত তাহাভি, শামীম মন্ডল ও আবুল কালাম আজাদ প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর