Monday 10 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনিরুল ইসলামের পক্ষে সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ২২:২১

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল ইসলাম

নড়াইল: নড়াইল-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল ইসলামের পক্ষে এক  জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় নড়াইল সদর উপজেলার মালিবাগ মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপির নড়াইল সদর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নড়াইল জেলা বিএন পি’র সাধারণ সম্পাদক ও বিএনপি থেকে নড়াইল ২ আসনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মনিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল সাঈদ বাবু। এ ছাড়া জেলা, উপজেলা থেকে আগত বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মনিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘বিগত স্বৈরাচারের সময় হামলা মামলার স্বীকার হয়েছি, আমার বাড়ি ভাঙচুর করেছে, অনেকবার জেল খেটেছি। সামনে জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে পূঁজি করে এখন অনেকেই নড়াইল-২ আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি জানাচ্ছি, আমার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিন। আর না হয় প্রকৃত ত্যাগী, বিগত দিনে দলের জন্য জেল জুলুমের স্বীকার হয়েছে এমন কাউকে মনোনয়ন দিন।’

তিনি আরও বলেন, ‘তা না হলে এই আসন হারানোর শঙ্কা রয়েছে। আমি ধানের শীষের পক্ষে বিগত দিনে উপজেলা নির্বাচন করে জিতেছি। নড়াইলের মানুষের আস্থা বিশ্বাস রয়েছে আমার ওপর। আমরা জাতীয়তাবাদী দলের নেতাকর্মী, সমর্থকেরা সব সময় একতাবদ্ধ আছি, ভবিষ্যতেও থাকব।’

সমাপনী বক্তব্যে সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক এ আসন থেকে মনোনয়ন মনিরুল ইসলামকে দেওয়ার জোর দাবি জানান।

উল্লেখ্য, নড়াইল-১ আসন থেকে নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করলেও নড়াইল-২ আসন থেকে এখনো কারও মনোনয়ন নিশ্চিতের সিদ্ধান্ত জানায়নি দলটি।

বিজ্ঞাপন

৯ দিন পর ফের বাড়ল সোনার দাম
১০ নভেম্বর ২০২৫ ২১:৫৩

আরো

সম্পর্কিত খবর