ঢাকা: দেশে ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপি মনোনীত ঢাকা-১২ আসনের প্রার্থী সাইফুল আলম নীরব।
সাইফুল আলম নীরবকে ঢাকা-১২ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করায় সোমবার (১০ নভেম্বর) বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ঢাকা ১২ আসনের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিল পূর্ব সমাবেশে নীরব একথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করায় মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করছি এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
তিনি আরও বলেন, ‘আমরা এক ও অভিন্নভাবে ঐক্যবদ্ধ হয়ে সকলে মিলে ধানের শীষের বিজয়কে নিশ্চিত করে ঘরে ফিরে যাব এবং ঢাকা-১২ আসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেব।’
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইউসুফ হোসেন ও সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মনির ও সালামত খান সজিব।
গণমিছিলটি মানিকমিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে বাংলামটর হয়ে সাতরাস্তা পর্যন্ত গিয়ে শেষ হয়। মিছিলে হাজারো নেতার্কমী ও সমর্থক অংশ নেয়।
এ সময় সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফখরুল ইসলাম ভুইয়া রবিন, কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম, সেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ উদ্দিন, যুবদল ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, শ্রমিক দল উত্তরের আহ্বায়ক শাহ আলম রাজা, সদস্য সচিব কামরুল ইসলাম, মহিলাদল ঢাকা মহানগর উত্তর এর সভানেত্রী অ্যাডভোকেট রুনা লায়লা , সাধারণ সম্পাদিকা রোকেয়া সুলতানা তামান্না, ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিফকন প্রমুখ উপস্থিত ছিলেন।