Monday 10 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষমতার লোভে দেশের স্বাধীনতা বিক্রি করেনি বিএনপি: ইশরাক

স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ২৩:০৩ | আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ২৩:৩৭

ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

ঢাকা: বিএনপি কখনো ক্ষমতার লোভে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করেনি বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে নবাবপুরে ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

ইশরাক হোসেন বলেন, ‘বিএনপি লোভ-লালসার রাজনীতি করে না। আমরা কখনো ক্ষমতার জন্য দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্ব বিসর্জন দিইনি। জনগণের অধিকার রক্ষাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।’

ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপির দীর্ঘ আন্দোলনের কথা তুলে ধরে তিনি বলেন, ‘গত ১৭ বছর ধরে বিএনপি নেতাকর্মীরা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু এসব সত্ত্বেও কেউ আন্দোলন থেকে পিছু হটেনি। তাদের এই ত্যাগ-তিতিক্ষার কারণেই আজ গণতন্ত্রে উত্তরণের পথ সুগম হয়েছে।’

বিজ্ঞাপন

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে ইশরাক বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোকে ঐক্যের শক্তিতে মাঠে থাকতে হবে।’

স্মরণসভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা প্রয়াত সাদেক হোসেন খোকার অবদান স্মরণ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর