Monday 10 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদুল ইসলামকে মনোনয়নের দাবিতে ২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ০০:১০ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ০০:১৪

কুষ্টিয়া: কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে তিনবারের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছে স্থানীয় বিএনপি।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে ভেড়ামারা-মিরপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে কুষ্টিয়া বাইপাস মোড় থেকে লালনশাহ সেতু পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতানসহ কয়েক হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, অধ্যাপক শহিদুল ইসলাম দলের একজন ত্যাগী, নির্যাতিত ও জনপ্রিয় নেতা। তিনি গত ১৭ বছর ধরে দলের সংকটে-সময়ে সক্রিয় ভূমিকা রেখে সংগঠনকে শক্ত করেছেন। বক্তারা অভিযোগ করে বলেন, “দল যাকে মনোনয়ন দিয়েছে, তিনি ঢাকায় থাকেন, এলাকার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। তাই ধানের শীষের জয় নিশ্চিত করতে হলে তৃণমূলের প্রার্থী শহিদুল ইসলামের বিকল্প নেই।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপি ইতোমধ্যেই কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর