Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় হালকা শীতের পূর্বাভাস, সকালে তাপমাত্রা ২১ ডিগ্রির ঘরে

স্টাফ করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ০৯:৩২

ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানী ঢাকায় শুরু হয়েছে শীতের হালকা পরশ। আজ সকালে তাপমাত্রা নেমে আসে ২১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা নগরবাসীকে শীতের আগমনী বার্তা দিচ্ছে। সকালে হালকা ঠান্ডা বাতাস আর মেঘলা আকাশে রাজধানীর বাতাসে বইছে শীতের মৃদু স্পর্শ।

মঙ্গলবার (১১ নভেম্বর) আবহাওয়া অধিদফতর জানায়, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৬৭ শতাংশ। সোমবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

বিজ্ঞাপন

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া সারাদেশেই শুষ্ক থাকবে।

এদিকে, দেশের উত্তরাঞ্চল পঞ্চগড়ে শীতের প্রভাব আরও স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। সেখানে মঙ্গলবার সকালে তাপমাত্রা নেমে এসেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমে দেশের সর্বনিম্ন।

রাজধানীবাসীর জন্য আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১২ মিনিটে।

শরতের শেষ প্রহরে শীতের এই আগমনী ছোঁয়া রাজধানীবাসীর মনে আনছে শীতের আবহ—সকালের হাঁটা, গরম চা আর পাতলা কুয়াশার স্মৃতি যেন ফিরে আসছে ধীরে ধীরে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ