‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার- ফাইন্যান্সিয়াল ইনক্লুশন’ অ্যাওয়ার্ড অর্জন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। ব্যাংকের উদ্ভাবনী ‘মাইক্রো মার্চেন্ট’ উদ্যোগের মাধ্যমে দেশব্যাপী ডিজিটাল পেমেন্ট সুবিধা সম্প্রসারণ এবং তৃণমূল পর্যায়ে আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করার স্বীকৃতি স্বরূপ ‘বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৫’-এর তৃতীয় আসরে এ পুরস্কার প্রদান করা হয়।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর।
ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক জনাব সোহেল আর কে হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা ব্যাংকের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন।
২০২০ সালের জুলাই মাসে চালু হওয়া মাইক্রো মার্চেন্ট সেবাটি মোবাইল অ্যাপ-ভিত্তিক প্ল্যাটফর্মের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করছে। বর্তমানে দেশব্যাপী প্রায় ২৮,০০০ মাইক্রো মার্চেন্ট সক্রিয় রয়েছে, যাদের মাধ্যমে এ পর্যন্ত ২০ মিলিয়নেরও বেশি লেনদেন সম্পন্ন হয়েছে, যার আর্থিক পরিমাণ প্রায় ৩৬,৬৪৬.৭২ মিলিয়ন টাকা।
২০১৪ সালে চালু হওয়া ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং মডেল দেশের সর্বস্তরে আর্থিক অন্তর্ভুক্তি বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। মাইক্রো মার্চেন্ট উদ্যোগটি এই মডেলকে আরও শক্তিশালী করে তুলেছে।