রাজধানীতে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
১২ জুলাই ২০১৮ ১২:৩৭
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
রাজধানীর মুগদার দক্ষিন মান্ডায় এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, মৌসুমী আক্তার মিতু (২০) নামের ওই কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১২জুলাই) ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে মৃতদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে মুগদা থানার উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান জানান, একটি ছেলের সঙ্গে মিতুর প্রেমের সম্পর্ক ছিল। তবে এই সম্পর্ক মেনে নিচ্ছিল না মিতুর পরিবার। বারবার বিয়ের কথা বললেও কোন অবস্থাতেই রাজি হচ্ছিলেন না মিতুর পরিবারের সদস্যরা। সেই রাগে-ক্ষোভে ভোরে নিজ বাসার দ্বিতীয় তলায় জানালার গ্রিলের সঙ্গে সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন তিনি।
পরে পরিবারের লোকজন পুলিশের খবর দেয়। পুলিশ মিতুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
মিতুর বড় ভাই আহম্মদ আলী জানান, তারা দক্ষিন মান্ডা এলাকার স্থায়ী বাসিন্দা। তিন ভাই এক বোনের মধ্যে মিতু ছিল তৃতীয়। সে টিকাটুলি সেন্ট্রাল উইমেন মহিলা কলেজে ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক শ্রেণিতে লেখাপড়া করছিলেন।
সারাবাংলা/এসএমএন