Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে গ্যাস চুরির অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১২:১৫ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১২:১৬

বগুড়া জেলা এনসিপি নেতা মতিউর রহমান পিটু।

বগুড়া: অতিরিক্ত গ্যাসচুলা ব্যবহার করার অভিযোগে বগুড়া জেলা এনসিপি নেতা মতিউর রহমান পিটুর বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে পশ্চিমাঞ্চল গ্যাস কর্তৃপক্ষ।

রোববার (৯ নভেম্বর) বেলা ৩টার দিকে কর্মকর্তারা পিটুর বাড়িতে অভিযান চালান। অভিযানে প্রতিটি ফ্ল্যাটে গিয়ে চুলার সংখ্যা গণনা করা হয়। বৈধ সংযোগের চেয়ে বেশি সংখ্যক চুলা ব্যবহারের প্রমাণ পাওয়ায় কর্মকর্তারা তার নয়টি চুলা এবং সম্পূর্ণ গ্যাস সংযোগ বন্ধ করে দেন।

এ সময় পিটু গ্যাস কর্মকর্তাদের কাছে নিজেকে বগুড়া জেলা এনসিপি’র সদস্য সচিব হিসেবে পরিচয় দেন। এতে কর্মকর্তারা বিব্রত হন।

এনসিপি সূত্রে জানা যায়, পিটু সংগঠনের একজন সমন্বয়কারী সদস্য।

বিজ্ঞাপন

বগুড়া জেলা এনসিপির সমন্বয় কমিটির সদস্য মতিউর রহমান পিটু বলেন, ‘গ্যাসের জন্য আবেদন করা ছিল। তবে, অন্য কেউ শত্রুতাবসত আমাকে হেয় করার চেষ্টা করেছে।’

বগুড়া পশ্চিমাঞ্চল গ্যাস বিভাগের ম্যানেজার আলমগীর হোসেন জানান, মতিউর রহমান পিটু দীর্ঘদিন ধরে অতিরিক্ত চুলা ব্যবহার করে আসছেন। যা আইনত অপরাধ। এ কারণে তার সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।