Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুণ্ড্র ইউনিভার্সিটিতে ইংরেজী বিভাগের শিক্ষার্থীদের নিয়ে সেমিনার

স্পেশাল করেসপডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১৭:৩৩

সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ২০তলা ভবনে অনুষ্ঠিত হয়। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইংরেজী বিভাগের শিক্ষার্থীদের গবেষণা প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ২০তলা ভবনে অনুষ্ঠিত হয়।

বিভাগের একাডেমিক কাজের অংশ হিসেবে বিভিন্ন ব্যাচের সর্বমোট ৬৭টি গবেষণা প্রবন্ধের মধ্যে নির্বাচিত ১০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের শিক্ষার্থীরা।

ধ্রুপদী সাহিত্য, জ্যাকোবিয়ান ড্রামা, ভিক্টোরিয়ান নভেল, একুশ শতকের উপন্যাস এবং শিক্ষা ও সাহিত্যে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত ইংরেজী সাহিত্যের ইতিহাসের বিভিন্ন পর্যায় নিয়ে সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজী বিভাগের ১৩ ব্যাচের মো. তারেক জামিল, ১৬ ব্যাচের সাদিয়া ইসলাম, সাদিয়া আফরিন আঁখি, মো. খায়রুল আলম, মো. আলিফ হোসেন নিয়ম, ১৮ ব্যাচের ইয়াসিন আরাফাত, রাফিউল ইসলাম, সাঈদা জিন্নুরাইন রূহী, ঈশিতা নাজনিন এবং যৌথভাবে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ১৮ ব্যাচের মো. আফ্রিদি পি কে ও মো. রিয়াদ হোসেন সরদার।

বিজ্ঞাপন

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) উপদেষ্টা ও ইমেরিটাস প্রফেসর ড. এম. আফজাল হোসেন ও বিওটি ভাইস চেয়ারম্যান রোটা: ডাঃ মো. মতিউর রহমান।
এছাড়া বক্তব্য দেন পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মো. জাহাঙ্গীর আলম। সেমিনারে উপস্থিত ছিলেন পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদসহ ইংরেজী বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সেমিনারে প্রতিটি উপস্থাপনা শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/আরটি/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর