Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

লোকাল করসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১৮:৪১

মঙ্গলবার ভোরবেলা পৃথক অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ করা হয়। ছবি: সারাবাংলা

বেনাপোল: খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি অধীনস্থ শার্শা থানার অধীনস্থ গোগা ও কায়বা সীমান্তে অভিযান চালিয়ে ৫০৭ বোতল ভারতীয় উইনক্রেক্স সিরাপ আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরবেলা পৃথক অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ করা হয়। এই সিরাপ ভারতীয় নতুন একটি মাদক। স্থানীয়রা বলছেন, সীমান্ত দিয়ে এই মাদক আসা ইদানিং বৃদ্ধি পেয়েছে।

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, মঙ্গলবার কাইবা বিওপি ও গোগা বিওপির সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫০৭ বোতল ভারতীয় উইনক্রেক্স সিরাপ জব্দ করা হয়েছে। এই সময় কোনো মাদক পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ যেকোনো ধরণের চোরাচালান বন্ধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর