Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের সংস্কার শেখার প্রয়োজন নেই: মঈন খান

স্টাফ করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১৯:৪৩ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ২০:৫২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমাদের সংস্কার শেখার কোনো প্রয়োজন নেই। কারণ বিএনপি বহু আগে থেকেই সংস্কারের রূপরেখা দিয়েছে এবং জনগণের সামনে তা উপস্থাপন করেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে তাঁতী দলের ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, ‘গত একবছর ধরে এই অন্তর্বর্তী সরকার বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে সংস্কার বিষয়ে আলোচনা করছে। কিন্তু আমাদের নেতা তারেক রহমান তিন বছর আগেই ৩১ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করেছেন। সেই প্রস্তাবই এখন জনগণের মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে। তাই, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমাদের কিছু শেখার নেই।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বিএনপি জানে কীভাবে মানুষের কল্যাণ সাধন করতে হয়। এই দলই একমাত্র জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠায় নিবেদিত।’

ড. মঈন খান বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে। আমরা চাই, সেই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক— একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘বিগত ১৬ বছরে আওয়ামী লীগ বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো বাকশালে পরিণত করেছিল। যেখানে মানুষের কথা বলার, ভোট দেওয়ার, এমনকি অর্থনৈতিক স্বাধীনতাও ছিল না। তারা দেশের সম্পদ বিদেশে পাচার করে এক শ্রেণির অলিগার্কের হাতে অর্থনীতি তুলে দিয়েছে।’

মঈন খান বলেন, ‘বিএনপি সঠিক ও নৈতিক রাজনীতি করে। আমরা ১৮ কোটি মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ— গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে।’

আলোচনা সভায় তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাজী মুজিবর রহমানসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর