Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫০টি শূন্য পদে জনবল নিচ্ছে আইসিসি কমিউনিকেশন

‎সারাবাংলা ডেক্স
১১ নভেম্বর ২০২৫ ১৯:৫১ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ২০:৫২

আইসিসি কমিউনিকেশন লিমিটেড। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘আইসিসি কমিউনিকেশন লিমিটেড’ দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্যভাবে আইএসপি খাতে সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি এবার দেশের বিভিন্ন জেলায় তাদের বিপণন কার্যক্রম আরও বিস্তৃত করতে নতুন জনবল নিয়োগে বিশাল বিজ্ঞপ্তি দিয়েছে। দেশের আইএসপি জগতে এই প্রথম কোনো প্রতিষ্ঠান সেলস বিভাগে একযোগে এত বিশাল জনবলের নিয়োগ বিজ্ঞপ্তি দিল। আগ্রহী প্রার্থীরা অনলাইনে বা অফলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আইসিসি কমিউনিকেশন লিমিটেড

‎বিভাগ: সেলস বিভাগ
‎পদের সংখ্যা: ১৫০টি
‎শিক্ষাগত যোগ্যতা: গ্রাজুয়েশন
‎প্রার্থীর ধরণ: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
‎অভিজ্ঞতা: অভিজ্ঞ বা অনভিজ্ঞ সবাই আবেদন করতে পারবেন
‎বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৫

বিজ্ঞাপন

কর্মস্থল ও পদের সংখ্যা:
‎ঢাকা ১৫ জন, খুলনা ৫ জন, ময়মনসিংহ ৫ জন, সিলেট ৫ জন, কুষ্টিয়া ৫ জন, ফরিদপুর ৫ জন, বগুড়া ৫ জন, কক্সবাজার ৫ জন, রাজবাড়ী ৫ জন, চট্টগ্রাম ৫ জন, পাবনা ৫ জন, ভেড়ামারা ৫ জন, সাভার ৫ জন, বরিশাল ৫ জন, রংপুর ৫ জন, ঝিনাইদহ ৫ জন, রাজশাহী ৫ জন, কুমিল্লা ৫ জন, নারায়ণগঞ্জ ৫ জন, নীলফামারী ৫ জন।

আবেদনের পদ্ধতি:
আগ্রহী প্রার্থীরা [email protected] এই ইমেইল ঠিকানায় আবেদন পাঠাতে পারবেন। অথবা অফিসের ঠিকানায় সিভি দিতে পারবেন।

যোগাযোগ
‎মোহাম্মদ দেলোয়ার হোসেন লিটন
‎চিফ বিজনেস অফিসার-সিবিও, আইসিসি কমিউনিকেশন লি.
‎এস এন সেন্টার, প্লট: আই/১৫-১৮, রোড: ০৬, ব্লক: ডি, পল্লবী, মিরপুর ১২, ঢাকা ১২১৬।

আবেদন করুন এই ঠিকানায়
‎https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdO7WctWwJYmrSRrZcGtFr5rH1i1UcfCZ0BZnsHXq5hi2siKA/viewform

‎সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর