Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে কৃষক দলের আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ২০:০৪ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ২০:০৯

জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি: সারাবাংলা

পিরোজপুর: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে জেলা কৃষক দলের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত। প্রধান বক্তা ছিলেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সমবায় বিষয়ক সম্পাদক কৃষিবিদ সিরাজুন্নবী মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষকদলের সহ-সভাপতি এম. সোহেল মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আসাদুজ্জামান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতারউজ্জামান মাসুম, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি।

বিজ্ঞাপন

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষক দল জেলা শাখার সভাপতি নাছির আহমদ বাচ্চু এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. হাবিব খান।

বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিনটি জাতির ঐক্য, দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা পুনরুজ্জীবিত করেছিল। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর