ঢাকা: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) গত অর্থবছরর একই সময়ের তুলনায় বাণিজ্য ঘাটতি বেড়েছে। আলোচ্য সময়ে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৫৭১ কোটি ডলার। গত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ৪৬৪ কোটি ডলার।
এদিকে বাণিজ্য ঘাটতি বাড়ার কারণে বৈদেশিক বাণিজ্যে চলতি হিসাবের ভারসাম্যে ৪৮ কোটি ডলার ঋণাত্মক হয়েছে। গত ২০২৪-২৫ অর্থবছরে এ হিসাবে ৬০ কোটি ডলার উদ্বৃত্ত ছিল। তবে চলতি হিসাবে ভারসাম্য ঋণাত্মক হলেও সামগ্রিক লেনদেন ভারসাম্যে (ওভার অল ব্যালান্স) উদ্বৃত্ত অবস্থানে রয়েছে। গত বছর জুলাই-সেপ্টেম্বর সময়ে এ সূচকে ঘাটতি ছিল ১৪৮ কোটি ডলার। চলতি অর্থবছরে এ হিসাবে ৮৫ কোটি ৩০ লাখ ডলার উদ্বৃত্ত আছে।
সাম্প্রতিক সময়ে আমদানি বেড়ে যাওয়া এবং আর রমজান উপলক্ষ্যে বাড়তি পণ্য আমদানি করায় প্রথম প্রান্তিকে বাণিজ্য ঘাটতি বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ (১১ নভেম্বর, মঙ্গলবার ) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বাংলাদেশ থেকে ১ হাজার ১০৮ কোটি ৭০ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে। একই সময়ে আমদানি হয়েছে ১ হাজার ৬৮০ কোটি ডলারের পণ্য। সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় বাণিজ্য ঘাটিত বেড়েছে ১১৭ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, অন্যদিকে জুলাই-সেপ্টেম্বর তিন মাসে ৭৫৯ কোটি ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা। এটি এর আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৯ শতাংশ বেশি। আগের বছরের একই সময়ে মোট রেমিট্যান্সের পরিমাণ ছিল ৬৫৪ বিলিয়ন ডলার।
এছাড়া আলোচ্য সময়ে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে। গত ২০২৪-২৫ অর্থবছরে তিন মাসে ১১ কোটি ৪০ ডলারের এফডিআই এসেছিল। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে ৩১ কোটি ৮০ ডলারে দাঁড়িয়েছে।
তবে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ (নিট) যা এসেছিল তার চেয়ে বেশি চলে গেছে। তার আগের অর্থবছরের শেয়ারবাজারে বিদেশী বিনিয়োগ ছিল ৫০ লাখ ডলার। বর্তমানে এটি (ঋণাত্মক) ৪ কোটি ২০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ডলার সংকট কাটায় বাংলাদেশ ব্যাংক কিছু শর্ত শিথিল করেছে। এতে ডলার আয়ের তুলনায় খরচ বেড়েছে। আর সম্প্রতি রমজানকে কেন্দ্র করে বাড়তি পণ্য আমদানি করায় ডলার ব্যয় বেড়েছে। সবকিছু মিলে ডলার খরচ বাড়ায় বাণিজ্য ঘাটতি বেড়ে যাচ্ছে।
বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, গত কয়েক মাস ধরেই রেমিট্যান্স ও রফতানি আয় বেড়েছে। তবে আমদানির এলসি খুলতে বাংলাদেশ ব্যাংক কড়াকড়ি কমিয়েছে। বিদেশ ভ্রমণ ও বিদেশে চিকিৎসা ব্যয় বেড়েছে। মূলত দেশ থেকে বেশি ডলার বাইরে চলে গেছে। সেই ডলার কোথায় গেছে- তা সুনির্দিষ্ট নয়। যা সামগ্রিক বাণিজ্য ঘাটতির বৃদ্ধির পেছনে কাজ করছে। এতে অর্থ পাচারের গন্ধ পাওয়া যায়। দেশ থেকে এত পরিমাণ ডলার কেন বাইরে চলে গেল- তা উদ্বেগ তৈরি করে।