Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অফশোর ব্যাংকিং ব্যবসায়িক অর্থায়ন কার্যক্রম সম্প্রসারণ হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ২০:৩৯ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ২২:০৯

ঢাকা: বাণিজ্যিক ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) তাদের নিজস্ব অনুমোদিত ডিলার (এডি) শাখা ছাড়াও অন্যান্য ব্যাংকের এডির মাধ্যমে ব্যবসায়িক ঋণ দিতে পারবে। তবে শর্ত থাকে যে, সকল ঝুঁকি মূল্যায়নের অংশ হিসাবে কাউন্টারপার্টি এক্সপোজার এবং লিমিট মূল্যায়ন যথাযথভাবে সম্পন্ন করতে হবে। এতে স্থানীয় রফতানিকারক ও আমদানিকারকদের জন্য বৈদেশিক মুদ্রায় অর্থায়নের সুযোগ আরও প্রসারিত করবে। এটি অফশোর ফাইন্যান্সিং কার্যক্রমে আন্তঃব্যাংক সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হবে।

মঙ্গলবার (১১ ন‌ভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

বিজ্ঞাপন

নির্দেশনায় বলা হয়েছে, বিশেষায়িত অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে ওবিইউ এখন সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন নয়- এমন প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব এডি ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের এডির মাধ্যমে নির্ধারিত মেয়াদের জন্য অনুমোদিত ব্যবসায়িক অর্থাযন করতে পারত। এ ধরনের অর্থায়ন অবশ্যই প্রচলিত সতর্কতামূলক ঋণনীতির মানদণ্ড ও যথাযথ নীমালা পরিপালন করতে হবে।

একইভাবে বিশেষায়িত অঞ্চলে বাহিরে অবস্থিত প্রতিষ্ঠানগুলোর জন্যও ওবিইউ এখন বায়ার্স ক্রেডিট, স্বীকৃত বিল ফাইন্যান্সিং এবং অন্যান্য অনুমোদিত ট্রেড ফাইন্যান্স পদ্ধতিতে অর্থায়ন করতে পারবে। যা তাদের নিজস্ব ব্যাংকের এডি অথবা অন্য ব্যাংকের এডির মাধ্যমে সম্পাদিত হতে পারবে। এক্ষেত্রে যথাযথ ঝুঁকি মূল্যায়ন করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে বলা হয়, এই পদক্ষেপটি দেশের ট্রেড ফাইন্যান্স ইকোসিস্টেমকে গভীরতর ও বৈচিত্র্যময় করবে। বিভিন্ন ব্যাংকের এডিগুলোর সঙ্গে ওবিইউগুলোর কার্যক্রমের আওতা বাড়ানোর ফলে অফশোর তারল্য আরও দক্ষভাবে ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে। লেনদেনজনিত জটিলতা হ্রাস করবে এবং আর্থিক খাতে প্রতিযোগিতামূলক পরিবেশকে উৎসাহিত করবে।

বিজ্ঞাপন

১২ কর্মকর্তাকে বদলি করল ইসি
১১ নভেম্বর ২০২৫ ২১:৪৬

আরো

সম্পর্কিত খবর