Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২ কর্মকর্তাকে বদলি করল ইসি

স্টাফ করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ২১:৪৬ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ২৩:২৭

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের ১২ কর্মকর্তাকে বদলি করেছে ইসি।

মঙ্গলবার (১১ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।

এতে বলা হয়েছে, ১২ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় বদলি করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, সম্প্রতি ২১ কর্মকর্তাকে বদলি করে জারি করা আদেশটি বাতিল করেছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, ইসি আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট পরিচালনার পরিকল্পনা করছে। এ জন্য মাঠ দপ্তরগুলোতে এরই মধ্যে বদলি কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন( ইসি) ।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর