Saturday 03 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুমকীতে ইউপি চেয়ারম্যান আজাহার আলী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ০০:০২

মো. আজাহার আলী মৃধা

পটুয়াখালী: জেলার দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. আজাহার আলী মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মির্জাগঞ্জ উপজেলা পুলিশ, দুমকী থানা পুলিশের সহায়তায় উপজেলার পীরতলা এলাকা থেকে তাকে আটক করে।

পুলিশ জানায়, মির্জাগঞ্জ উপজেলায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তিনি দুমকী উপজেলা বিএনপি অফিস ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি, তবে সে মামলায় তিনি জামিনে ছিলেন।

দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘মির্জাগঞ্জে দায়ের হওয়া মামলায় ওই উপজেলার পুলিশ আমাদের সহায়তায় চেয়ারম্যান আজাহার আলী মৃধাকে গ্রেফতার করেছে।’

বিজ্ঞাপন