Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গুয়ার হাওরে ৫ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ০০:৫৮

সুনামগঞ্জ: জেলার তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকার চায়না দুয়ারী ও মশারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শান্তনু।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাওরের আশপাশে অসাধু জেলে চক্র অবৈধভাবে চায়না ও দুয়ারী জাল ব্যবহার করে মাছ শিকার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে এসব জাল আটক করে স্থানীয়দের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করে।

অভিযানে তাহিরপুর থানা পুলিশ, আনসার বাহিনী, স্থানীয় সাংবাদিক ও কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সদস্যরা অংশ নেন।

বিজ্ঞাপন

অভিযান বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু বলেন, ‘টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর