Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানমন্ডি ৩২ ও মিরপুর-খিলক্ষেতসহ কয়েকস্থানে পুলিশের তল্লাশি

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ০৩:১২ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১২:৩৯

বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর, মিরপুর ও খিলক্ষেতসহ রাজধানীর বেশ কয়েকস্থানে ব্যারিকেড দিয়ে তল্লাশি করছে সেনাবাহিনী ও পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ও রাতে রাজধানীর এসব স্থানে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ইসিবি থেকে কালশি রোডে এবং খিলক্ষেতে সেনাবাহিনীর চেকপোস্ট রয়েছে। আর ধানমন্ডির ৩২ নম্বর ও আশপাশের এলাকায়ও চেকপোস্ট বসানো হয়েছে পুলিশের। সড়কে ব্যারিকেড দিয়ে গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া, রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মানুষের ওপরও রাখা হচ্ছে কঠোর নজরদারি।

এ বিষয়ে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসি ক্যশৈন্যু মারমা বলেন, ‘নিরাপত্তাজনিত স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে ধানমন্ডি ৩২ সহ আশপাশের এলাকায় পুলিশের উপস্থিতি রয়েছে। সেখানে গাড়ি থামিয়ে তল্লাশি করা হচ্ছে।’

বিজ্ঞাপন

জানা গেছে, আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ সহ ধানমন্ডির বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এরই অংশ হিসেবে রাস্তায় ব্যারিকেড দিয়ে গাড়ি আটকে তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ‌এছাড়া, কাউকে সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ১৩ নভেম্বর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব গুজব ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা প্রস্তুত।’

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর