Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিকা না দেওয়ায় আর্জেন্টিনা দল থেকে বাদ ৩ ফুটবলার!

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ০৮:০৫

অ্যাঙ্গোলা সফরে যাচ্ছেন না আলভারেজ

অ্যাঙ্গোলার মাটিতে বিশেষ কিছু টিকা না নিলে মাঠে নামা নিষেধ, জানানো হয়েছিল আগেই। আর্জেন্টিনার সব ফুটবলারকেই অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামার আগে তাই টিকা নেওয়া ছিল বাধ্যতামূলক। সেই নিয়ম না মানায় সফরের আগেই স্কোয়াড থেকে বাদ পড়েছেন দলের ৩ গুরুত্বপূর্ণ ফুটবলার। অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচে তাই আর্জেন্টিনা পাচ্ছে না অ্যাটলেটিকো মাদ্রিদের তিন তারকা হুলিয়ান আলভারেজ, জুলিয়ানো সিমিওনে ও নাহুয়েল মলিনাকে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে জানিয়েছে, হলুদ জ্বরের টিকা না নেওয়ার অ্যাটলেটিকো মাদ্রিদের এই তিন খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে ‘অ্যাটলেটিকো মাদ্রিদের তিন ফুটবলারকে বাদ দেওয়া হয়েছে। কারণ, তারা অ্যাঙ্গোলায় প্রবেশের জন্য বাধ্যতামূলক হলুদ–জ্বর ভ্যাকসিন সংক্রান্ত স্বাস্থ্য প্রক্রিয়াগুলো সময়মতো সম্পন্ন করতে পারেননি।’

বিজ্ঞাপন

ঠিক কী কারণে টিকা নেননি তিন অ্যাটলেটিকো মাদ্রিদ ফুটবলার, সেই ব্যাপারে আর্জেন্টিনা কিংবা ক্লাব কর্তৃপক্ষ পরিষ্কারভাবে কিছুই জানায়নি। তিন ফুটবলারের পক্ষ থেকেও আসেনি কোন বিবৃতি।

অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪ নভেম্বর লুয়ান্ডায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে স্বাগতিকেরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

অ্যাঙ্গোলায় এ বছর নিজেদের শেষ ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। এরপর মাঠে নামবে আগামী মার্চে। তখন ফিনালিসিমায় স্পেনের মুখোমুখি হবেন মেসিরা।

আসন্ন ম্যাচকে সামনে রেখে আপাতত স্পেনে অনুশীলনে ব্যস্ত আর্জেন্টিনা। অ্যাঙ্গোলায় ম্যাচ শেষে ইউরোপে ফিরে ১৮ নভেম্বর পর্যন্ত অনুশীলন করবে দল।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর